#আন্তর্জাতিক

বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার।

২০১৪ সালের জুলাইয়ের পর তেলের দাম ব্যারেলে শত ডলার ছাড়িয়ে গেল। বুধবার লন্ডনে ব্রেন্ট অয়েলের দাম ৫.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল বিক্রি হয় ১১১.০৯ ডলার।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেল সরবরাহে ঘাটতি ও সংকট থেকেই তেলের দর বাড়ছে। বিশেষ করে রুশ ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার ফলে তেলের সরবরাহে বড় ধরনের ঘাটতি ও উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। বিশ্বে তেল রফতানির ৮ শতাংশ সরবরাহ করে দেশটি।

বিকল্প উৎস হিসেবে তেলের সরবরাহ পাওয়া কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ জাস্টিন স্মর্ক বলেন তেল উৎপাদন ও সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের নেতিবাচক প্রভাব সহজেই পড়বে এর ব্যবসার ওপরে। কৃষ্ণসাগর থেকে তেলের সরবরাহ ঠিক রাখতে যে মূলধন ও ইন্স্যুরেন্সের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তারই প্রভাব পড়ছে বাজারে।

এদিকে তেলের দর নিয়ে আন্তর্জাতিক রাজনীতিও বড় ধরনের প্রভাব রাখছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো নানাভাবে চেষ্টা করলেও অনড় রাশিয়া। মস্কোকে কোণঠাসা করতে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশ।

তথ্যসূত্র : দি ইকোনমিক্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *