বিচ্ছেদের সুর ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের জীবনে !
একদিকে নির্বাচনে হার, অন্যদিকে ঘরও ভাঙতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, ট্রাম্পকে তালাক দিতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে বের হওয়ার অপেক্ষায় দিন গুণছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চুপ রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নির্বাচনের পর থেকে প্রকাশ্যেও দেখা যায়নি তাকে। এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল দাবি করছে, ক্ষমতা ছাড়ার পরই ট্রাম্পকে তালাক দেবেন মেলানিয়া। হোয়াইট হাউজের দু’জন সাবেক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার জন্য দিন গুণছেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পকে তালাক দিলে ক্ষমতার জোরে মেলানিয়াকে শাস্তি দিতে পারেন ট্রাম্প। এমন আশঙ্কায় হোয়াইট হাউজ থেকে বের হওয়ার অপেক্ষায় মেলানিয়া।





