#আন্তর্জাতিক

ফ্রান্সে ৩ পুলিশ নিহত।

ফ্রান্সে এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলী করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও ১৪ জন।

পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করার পর তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন।

ওই সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলী ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন।

ফ্রান্সের পুই ডে ডোম এলাকায় গত মঙ্গলবার মধ্যরাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে পুলিশের কাছে ফোন কল আসার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পরেই তারা বন্দুক হামলার শিকার হন।

হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *