#আন্তর্জাতিক

প্যারিসে বন্দুকধারীর গুলিতে একজন নিহত।

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বারটি প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে। স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন জানান, এটি একটি শিশা ক্যাফে (বার)।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নামেন। তাদের মধ্যে একজন বারের উঁচু চত্বরে বসে থাকা ব্যক্তিদের লক্ষ করে গুলি চালাতে শুরু করেন।

পুলিশ আরও জানিয়েছে, গুলির ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। অপর সন্দেহভাজন পালিয়ে গেছেন।

মেয়র ফ্রাঁসোয়া ভগলিন আরও বলেন, বারে থাকা গ্রাহকরা দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে ধরে ফেলতে সক্ষম হন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তথ্যসূত্র : ইউরো নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *