#আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে পৃথক তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম ।

সেনাবাহিনী জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে। সেনাবাহিনীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বুধবার রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় অন্তত নিরাপত্তা বাহিনীর চারজন নিহত হয়েছেন। ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি শক্তিশালী বোমা তাদের দিকে ছোড়া হয়। এতে নিহত দুজন প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস ফোর্সেসের এবং বাকি দুজন পুলিশ সদস্য। বাজাউর জেলা সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়ার (এফএটিএ) অংশ। যেখানে পাকিস্তানি সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি দীর্ঘ অভিযান চালিয়েছিল।

২০২১ সালে ফের অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। বুধবার ভিন্ন এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বাজাউরের দক্ষিণে হাঙ্গু জেলার থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলায় ২৬ বছর বয়সি এক সেনা নিহত হন। অপর এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় বুধবার নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন। পৃথক এ তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর মোট ছয় সদস্য নিহত হলেন। এখন পর্যন্ত এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *