#আন্তর্জাতিক

পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী ইতালী, যুক্তরাষ্ট্র ও জার্মানির ৩ বিজ্ঞানী।

পদার্থ বিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার পেয়েছেন ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে এবং জার্মানির বিজ্ঞানী ক্লাউস হেসেলমান।

এই বিশ্বধরা কোন জটিল নিয়মে চলে, মানুষের কর্মকাণ্ড কী করে পৃথিবীর জলবায়ুর আর সেই ভৌত নিয়মে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই গবেষণার স্বীকৃতি পেলেন এই তিন গবেষক।

যুক্তরাষ্ট্রের গবেষক মানাবে ও জার্মানির হাসেলমান পাবেন এবারের পুরস্কারের অর্ধেক। বাকি অর্ধেক পাবেন ইতালির বিজ্ঞানীপারিসি।

এই মহাবিশ্বের অন্যতম বিস্ময় ঘেরা প্রপঞ্চ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার স্বীকৃতিতে গত বছর যুক্তরাজ্যের স্যার রজার পেনরোজ এবং জার্মানির রাইনার্ড গেনসেল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রেয়া গেজ পদার্থবিদ্যায় নোবেল পান।

বরাবরের মতই চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মানবদেহে উষ্ণতার অনুভূতি কীভাবে ছড়ায়, সেই গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেনকে এবার যৌথভাবে চিকিৎসার নোবেল জিতেছেন।

বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *