#আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৫ ।

নাইজেরিয়ার মাইদুগুরি শহরে বিমান বাহিনীর একটি ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার বিমান বাহিনীর ওই ঘাঁটিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সফরের আগে আগে এই বিস্ফোরণগুলো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ।

মাইদুগুরি নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বর্নোর রাজধানী; গত এক যুগ ধরে এই রাজ্যে জঙ্গিরা ব্যাপক তৎপর, মাইদুগুরি এবং এর আশপাশের এলাকায় হামলা ও প্রাণহানির ঘটনাও নিয়মিত বিরতিতেই শোনা যায়। শহরটির বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার বিমান বাহিনীর ঘাঁটি থেকে কয়েকশ মিটার দূরে গোমারি আয়াবি এলাকায় ৪ জন নিহত হয়; ওই এলাকায় একাধিক বিস্ফোরণের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বুহারি বিমান ঘাঁটিটিতে নামেন।

এক প্রত্যক্ষদর্শী এক শিশুসহ দুইজনের মৃতদেহ এবং আহত কয়েকজনকে খোলা একটি ট্রাকে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। বিস্ফোরণে তিনটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাসিন্দারা এই বিস্ফোরণগুলোর জন্য ইসলামি জঙ্গিদের সন্দেহ করছেন। “আমরা ৪টি লাশ এবং ১৫ জনকে আহত অবস্থায় পেয়েছি,” বলেছেন উমারু শেহু হাসপাতালের এক চিকিৎসক। মাইদুগুরির আজিলারি ক্রস এলাকার এক বাসিন্দা হুসাইনি গার্বা জানান, বিস্ফোরণের শব্দ শুনে বাড়ি ফিরে এসে তিনি তার ১৮ বছর বয়সী মেয়েকে মৃত অবস্থায় পান। আজিলারি ক্রস বিমানঘাঁটিটি থেকে কয়েক কিলোমিটার দূরে।গার্বা বলেন, কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পরেই তিনি বিকট একটি শব্দ শুনতে পান। তড়িঘড়ি ফিরে এসে দেখেন বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মেয়েও মৃত।

বিস্ফোরণ নিয়ে নাইজেরিয়ার সেনাবাহিনী ও প্রেসিডেন্টের কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মাইদুগুরি সফরে গিয়ে প্রেসিডেন্ট বুহারিও বিস্ফোরণ নিয়ে কিছু বলেননি। একটি বাইপাস সড়কসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে বৃহস্পতিবার তিনি শহরটিতে গিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *