#আন্তর্জাতিক

নতুন সরকার অভিষেক অনুষ্ঠানে ৬ দেশকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান।

আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুষ্ঠানে তুরস্ক ও চীনসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির একজন নেতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নেতা জানান, তুরস্ক, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও কাতারকে সরকার ঘোষণার অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবানের নতুন সরকার ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল সোমবার সকালে দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এরইমধ্যে নেয়া হয়ে গেছে। এখন টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, হানাদাররা কখনও দেশের ভালো করে না। দেশবাসীই দেশের ভালো চায়। যুদ্ধ শেষ। স্থিতিশীল সরকার গঠনের পথে রয়েছে আফগানিস্তান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *