#আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন ইমানুয়েল ম্যাঁক্রোন।

ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাঁক্রোন। শনিবার এলিসি প্রাসাদে তিনি শপথ গ্রহণ করেন।

ফ্রান্সের মতো দেশে একজন প্রেসিডেন্ট কদাচিৎ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। কিন্তু ম্যাঁক্রোন গতমাসে ৫৮.৫ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।

শনিবার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাঁক্রোন বলেন, তার দ্বিতীয় টার্ম হবে ‘নতুন’, প্রথম মেয়াদের ধারাবাহিকতা নয়।

‘বিবেচনা এবং সম্মানের’ সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন পদ্ধতি বের করতে হবে যেটা চিরাচরিত ঐতিহ্য এবং রুটিন ওয়ার্কের মতো হবে না। এর মাধ্যমে নতুন স্বার্থক সামাজিক এবং পরিবেশগত যোগাযোগ তৈরি হবে।

ইউক্রেন প্রসঙ্গে ইমানুয়েল ম্যাঁক্রোন বলেন, সংঘাত বৃদ্ধি পাবে না ফ্রান্সের তেমনভাবে কাজ করা উচিত।

গণতন্ত্র এবং সাহস টিকিয়ে রাখতে সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র : ইউরো নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *