#আন্তর্জাতিক

দুই মার্কিন অর্থনীতিবিদের নোবেল বিজয়।

২০২০ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। গতকাল সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, নিলাম তত্ত্বের উন্নতি ও নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার জিতেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণার ফলে ২০২০ সালের চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি ও সাহিত্য মিলিয়ে ছয়টি ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গতকাল সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণার বিবৃতিতে বলা হয়েছে, মৌলিক গবেষণা কীভাবে সমাজের উপকারে উদ্ভাবনকে এগিয়ে নিতে তারই চমৎকার উদাহরণ এই নতুন নিলাম পদ্ধতি।
নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটের এক টুইট বার্তায় আরও বলা হয়েছে, সবখানেই নিলাম আছে এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলে। এই বছরের পুরস্কার জয়ী পল মিলগ্রোম ও রবার্ট উইলসন নিলাম তত্ত্বের যে উন্নতি ঘটিয়েছেন এবং নতুন যে নিলাম পদ্ধতি আবিষ্কার করেছেন তাতে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা ও কর প্রদানকারীরা উপকৃত হয়েছেন।

এ বছর নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন, শান্তিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), সাহিত্যে আমেরিকান কবি লুইস গ্লাক, রসায়নে ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডৌডানা, পদার্থ বিজ্ঞানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোস, মার্কিন পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ ও জার্মান জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন হার্ভে জে অল্টার, মাইকেল হুটন ও চার্লেস এম রাইচ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *