দিল্লীতে এবার শবে বরাত পালনে নিষেধাজ্ঞা।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লীতে।
প্রকাশ্যে পালন করা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান যেমন: হোলি (দোল উৎসব), শবে বরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে বিমানবন্দর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে।
দিল্লী সরকার বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে। ভিড় হয় এমন বেসরকারি বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এ পরীক্ষা করা হবে।
দিল্লীতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর দৈনিক সংক্রমণ শেষবার এ পর্যায়ে পৌঁছেছিল। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়ছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।





