তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না।
তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না উভয় দেশের নাগরিকদের। দেশ দুটির নাগরিকরা ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে।
দেশ দুটির মধ্যে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এই সুবিধা পাচ্ছে দুই দেশের নাগরিকরা। শুক্রবার এতথ্য নিশ্চিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু।
বৃহস্পতিবার তুরস্ক ও আজারবাইজানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দুটির নাগরিকদের ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে।





