টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ২১ ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিক্ষার্থী এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
সরকারি কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস গুলি চালায় সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক এবং ১৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।





