জিম্বাবুয়েতে হাম মহামারিতে মৃতের সংখ্যা ৬৮৫ ।
হামে আক্রান্ত হয়ে সাধারণত ছয় মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি।
দেশজুড়ে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে হামের ভয়ঙ্কর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে হামে আক্রান্ত হয়ে ৬৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরমধ্যে গত ১ সেপ্টেম্বরই মারা গেছে ৩৭ জন। নতুন আক্রান্ত ১৯১।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, ‘‘জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ছয় হাজার ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে বর্তমানে আক্রান্ত চার হাজার ২৬৬ জন। মারা গেছে ৬৮৫ জন।”
হামে আক্রান্ত হয়ে সাধারণত ছয় মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষ করে ওইসব শিশু যারা হামের টিকা নেয়নি। দেশটিতে অনেক বাবা-মা ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের টিকা প্রদাণ থেকে বিরত থাকে বলে গত মাসে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া।
যে কারণে সরকার থেকে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে যাতে তারা অনুসারীদের তাদের শিশুদের টিকা প্রদাণে সচেতন এবং উৎসাহিত করতে পারেন বলেও জানান তথ্যমন্ত্রী।





