#আন্তর্জাতিক

জনসভায় মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা !

করোনা বিধিনিষেধ অমান্য করে জনসভা অংশগ্রহণ করায় এবার জরিমানা গুণতে হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে।

দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিলের নাম। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের নাম রয়েছে ওপরের দিকেই।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার এই দেশটি।

তবে এত কিছুর পরও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিতর্কিত কর্মকান্ড থেমে নেই। দেশবাসীকে করোনা থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে উল্টো সিদ্ধান্তই বেশি নিয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *