#আন্তর্জাতিক

চীনা কোস্টগার্ডকে গুলি করার নির্দেশ।

আবারও উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের জলসীমানা। এবার নিজেদের সমুদ্র সীমানায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে কোস্টগার্ড আইন পাস করল চীন।

তথ্যমতে, গত শুক্রবার দেশটির শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাস করেছে। এর মধ্যে দিয়ে উত্তেজনায় নতুন করে ঘি ঢালল শি জিনপিং সরকার।

ওই বিলে, কোস্টগার্ড কর্মকর্তারা চীনের দাবি করা সমুদ্রসীমার মধ্যে অন্য দেশের নির্মিত অবকাঠামো ধ্বংস এবং বিদেশি জাহাজগুলোতে তল্লাশি করতে পারবেন। অন্য দেশের নৌযান বা কর্মকর্তাদের প্রবেশ রোধে প্রয়োজনে সাময়িক ‘এক্সক্লুশন জোন’ তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে চীনা কোস্টগার্ড বাহিনীকে। পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে বেইজিংয়ের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *