চীন আসক্তি নিয়ে যা বললেন ইমরান খান।
চীনের দিকে বেশি ঝুঁকছে পাকিস্তান, এমন একটি ধারণা রয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার এই ধারণাটি উড়িয়ে দিয়ে বলেন, পাকিস্তানের কৌশলগত দিকটি হলো ‘সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা’। সাংবাদিক, সাবেক কূটনীতিক ও ইসলামাবাদের থিংক ট্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনকালে এসব কথা বলেন ইমরান খান।
তিনি বলেন, আমরা এমন অবস্থান ধরে রাখতে চাই না যে, আমরা শুধুই একটি নির্দিষ্ট গ্রুপের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি।
তিনি বিশ্বাস করেন, পাকিস্তানের কৌশলগত অবস্থা সম্পর্কে রাওয়ালপিন্ডি অবহিত। রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সামরিক স্থাপনার মূল অবস্থান।
তথ্যসূত্র : পাক নিউজ।





