#আন্তর্জাতিক

চাঁদে পতাকা স্থাপন করলো চীন।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন চন্দ্রপৃষ্ঠে তাদের পতাকার ছবি প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে চ্যাঙ্গি-৫ এর ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলা হয়েছে। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় যুক্তরাষ্ট্র প্রথমবার চাঁদে পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি পতাকা চাঁদে স্থাপন করা হয়।

স্যাটেলাইট থেকে তোলা দেখিয়ে ২০১২ সালে নাসা জানায় পাঁচটি পতাকা এখনও রয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের পতাকাটি দুই মিটার চওড়া এবং ৯০ সেন্টিমিটার লম্বা বলে জানিয়েছেন প্রকল্পটির নেতৃত্ব দেয়া লি ইয়ুনফেং।

চীনের প্রথম চন্দ্রাভিযানে যাওয়া মহাকাশযান চ্যাঙ্গি-৩ থেকে তোলা ছবিতে চাঁদের পিঠে প্রথমবার চীনের পতাকা দেখা যায়। ২০১৯ সালে চ্যাঙ্গি-৪ মহাকাশযান চাঁদের অন্ধকার পিঠেও চীনের পতাকা নিয়ে যেতে সক্ষম হয়। তবে সেগুলো কাপড়ের তৈরি কোনও পতাকা নয়। এর বাইরে সোভিয়েত ইউনিয়ন, ভারত, জাপান ও ইইউ নিজেদের পতাকা পাঠালেও সেগুলোও কাপড়ের পতাকা নয়। সে অর্থে এটিই প্রথম কমিউনিস্ট পতাকা যেটি চাাঁদে স্থাপিত হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *