#আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে ৯০১ জনের মৃত্যু।

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ২৮৭ জনের। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৮৭ হাজার ৫৫৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৭৫৫ জন। আজ বুধবার কভিড-১৯’র পরিসংখ্যান নিয়ে নিয়মিত হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণহানি বেশি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে মারা গেছেন ৯০১ জন। নতুন শনাক্তের সংখ্যা ২৫ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৮ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৯ লাখ ৯২ হাজার ৩০২ জনের।

তবে সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেশি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৩২৮ জন। মোট শনাক্তের দিক দিয়ে দেশটির অবস্থান ১৩ তম।

ওয়ার্ল্ডোমিটার জানায়, মোট আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও কভিডে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯৩৮ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১০৩ জনের।

কভিড-১৯ শনাক্তের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৪১ তম। দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন। এছাড়া এ ভাইরাসটিতে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে কভিড-১৯ এ বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন। মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৬ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩০০ জন। এছাড়া ভাইরাসটি থেকে মোট সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ১১৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *