কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ !
সীমান্তে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। উত্তেজনা নিরসনে ঘটনাস্থল থেকে ১০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থার খবরে বলা হয়, গত বৃহস্পতিবার মধ্য এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের সামরিক সেনারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রাতে কিরগিজস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং দেশটির সেনাসদস্যদের সরিয়ে আনা হয়। গতকাল শুক্রবার কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘর্ষে কিরগিজস্তানের ১৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন তরুণীও আছেন। আহত হয়েছেন ১৩৪ জন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার রাতে গোলাগুলি চলার সময় বিষয়টি নিশ্চিত করেন কিরগিজ পুলিশের এক প্রতিনিধি। তবে সেনাসদস্য, নাকি বেসামরিক লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে, তা তিনি নিশ্চিত করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কিরগিজ পক্ষে হতাহতের বিষয়ে জানা গেলেও তাজিক পক্ষে সেটি স্পষ্ট করে কিছু জানা যায়নি। তাজিক স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে তাদের ১০ জন মারা গেছেন।





