#আন্তর্জাতিক

কর্মীদের চাকরিচ্যুত করার হুঁশিয়ারী দিলেন ইলন মাস্ক।

করোনার মহামারীতে বাড়ি থেকে কাজ বা হোম ওয়ার্কার ধারণায় গিয়েছিল বিশ্বের নামি-দামি অনেক কোম্পানি। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা ও স্পেস এক্সও হেঁটেছিল একই পথে। তবে এবার হোম ওয়ার্কার ওপর চটেছেন ইলন মাস্ক।

টেসলার প্রধান নির্বাহী সাফ জানিয়ে দিয়েছেন, হয় অফিসে এসে চাকরিতে যোগ দিতে হবে, না হয় চাকরি ছাড়তে হবে। আর কেউ অফিসে না আসলে, ঘরে বসে কাজ করলে; তাকে চাকরিচ্যুত করার হুঁশিয়ারীও দিয়েছেন।

নিজের মালিকানাধীন দুই কোম্পানির কর্মকর্তাদের পাঠানো মেমোতে ইলন মাস্ক বলেছেন, বাসায় বসে আর অফিসের কাজ করা যাবে না। একজন কর্মীকে কম করে হলেও সপ্তাহে ৪০ ঘণ্টা অফিসে এসে কাজ করতে হবে। আর না পারলে চাকরি ছেড়ে দিতে হবে, অন্যথা চাকরিচ্যুত করা হবে!

আর কেউ যদি সপ্তাহে ৪০ ঘন্টা অফিস করতে ব্যর্থ হয় তাকে চাকরিচ্যুত করার হুমকিও দিয়ে রেখেছেন মাস্ক।

এ বিষয়ে মাস্ক আরও বলেছেন, কর্মীরা সরাসরি অফিসে থাকলে কাজের গতি বাড়ে, তাই সিনিয়রদের আরও দায়িত্ব নিতে হবে। তার দাবি, তিনি কারখানায় বেশি সময় দেন বলেই এখনও টিকে আছে স্পেস এক্স, না হয় অনেক আগেই কোম্পানিটি দেউলিয়া হয়ে যেত।

তবে মাস্কের এমন নির্দেশনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি টেসলা ও স্পেস এক্স।

যদিও সংস্থা দুটির বেশ কয়েকজন কর্মকর্তা মাস্কের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে।

তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *