করোনায় ভাইরাসে আক্রান্ত ট্রাম্প-মেলানিয়া দম্পতি।
ভোটে পিছিয়ে এবার কোভিড আক্রান্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টুইটারে এই কথা জানান তিনি। করোনা পজিটিভ তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন তাঁরা। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের কোভিড ধরা পড়ার পরেই মার্কিন রাষ্ট্রপতি কোভিড পরীক্ষা করেন। সেখানেই ধরা পড়ল করোনা পজিটিভ। প্রসঙ্গত, করোনা কেস ও মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে প্রথম স্থানে আছে আমেরিকা।
জানা গিয়েছে মিনেসোটা থেকে একটি সভা করে ফেরার সময় অসুস্থ বোধ করেন হিকস। তাঁকে প্লেনেই আইসোলেট করা হয়। পরে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত) তিনি এই টুইট করেন।
টুইটে ট্রাম্প লিখেছেন, আজ রাতে আমি ও ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছি। আমরা কোয়ারেনটাইন ও করোনা থেকে আরোগ্যের প্রক্রিয়া শুরু করছি। আমরা একসঙ্গে একে মোকাবিলা করব।
গত আধাঘণ্টাতেই ট্রাম্পের এই টুইটটি ১ লাখ ৩২ হাজার বার রিটুইট হয়েছে। একে ‘লাইক’ জমা পড়েছে ৩ লাখের বেশি। আর টুইটটি কোট হয়েছে ১ লাখ ৮৭ হাজার বারেরও বেশি। হাজার হাজার কমেন্টে সবাই মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।





