#আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পে অর্থায়ন কিভাবে হচ্ছে ?

উত্তর কোরিয়া বিগত বছরগুলোতে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের উন্নতি করেই চলেছে, এ নিয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় সাইবার হামলার মাধ্যমে অর্জিত মুনাফা বড় এক ভূমিকা রাখছে।

গত শনিবার জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, সাইবার হামলা বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি সম্পদে হামলা গুরুত্বপূর্ণ মুনাফার উৎস হিসেবে রয়েছে।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি ফার্ম ও লেনদেন ব্যবস্থাকে লক্ষ্য করে উত্তর কোরীয় হ্যাকাররা এই হামলা চটালিয়ে আসছে।

রয়টার্স বলছে, পরমাণু সংক্রান্ত গোপন ওই প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে শুক্রবার হস্তান্তর করা হয়। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করা স্বাধীন সংস্থাগুলোর এই প্রতিবেদন প্রস্তুত করে।

বলা হয়েছে, ডিপিআরকের সাইবার হামলাকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় অন্তত তিন ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় ২০২০ থেকে ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত হামলা চালিয়ে পাঁচ কোটি ডলারের বেশি লুট করেছে।

ডিপিআরকের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত রয়েছে। সাথে সাথে ডিপিআরকে বস্তুগত, প্রযুক্তিগত ও আরো ঊর্ধ্বে সাইবারমাধ্যম ও যৌথ বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন প্রকল্প চালু রেখেছে।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর পরমাণু পরীক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *