#আন্তর্জাতিক

ইসরায়েলে আমিরাতের ন্যাশনাল কাউন্সিল প্রতিনিধিদল।

ইহুদিবাদী ইসরায়েল সফরে গেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি ইসরায়েলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

২০২০ সালের আগস্ট মাসে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সইয়ের পর এই প্রথম আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের কোনো প্রতিনিধিদল ইসরায়েল সফল করল।

ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান আলী রাশিদ আল নুয়াইমি বলেন, ‘আমরা যখন আব্রাহাম চুক্তি সম্পর্কে কথা বলি তখন আমরা চাই, আপনারা বৃহত্তর পরিসর দেখবেন।’

তিনি বলেন, “এটি শুধু রাজনৈতিক চুক্তি নয় কিংবা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। এটি পুরো মধ্যপ্রাচ্যের পরিবর্তনের জন্য একটি চুক্তি। এই চুক্তিকে সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে বাস্তবায়নের সুপারিশ করেন তিনি।

ইসরায়েলের সংসদ নেসেট পরিদর্শনের আগে আমিরাতের প্রতিনিধিদলটি ইসরায়েলের হলোকাস্ট স্মারক ইয়াদ ভাশেম পরিদর্শন করে।

তথ্যসূত্র : আরব নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *