ইউক্রেন যুদ্ধে রুশ জেনারেল নিহত।
ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ । শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
দেশটির সামরিক বাহিনী জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে উচ্চপদস্থ রুশ কর্মকর্তা মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ নিহত হয়েছেন। তিনি রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জেলার ২৯তম সেনাবাহিনীর কমান্ডার ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোর। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।
দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়া ইউক্রেনে অভিযান পরিচালনার সময় রুশ সেনাবাহিনীর আরো পাঁচ শীর্ষ কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে অন্যতম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। তিনিসহ যেকজন নিহত হয়েছেন তারাও রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির সদস্য ছিলেন। রুশ গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে।
পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছেন, ইউক্রেনে রুশ অভিযান স্থবির হয়ে পড়েছে। যুদ্ধে উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তাদের মারা যাওয়ার বিষয়টি সে হতাশারই লক্ষণ হতে পারে।
তথ্যসূত্র : ইউরো নিউজ।





