আমাদের সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে -সাবেক ইসরাইলী বৈমানিক !
ইসরাইলি বিমান বাহিনীর সাবেক বৈমানিক ইয়োনাতান শাপিরা তুরস্কের আনাদোলু বার্তা সংস্থার কাছে মন্তব্য করে বলেন, সেনাবাহিনীতে যোগ দিয়েই বুঝতে পারি একটি সন্ত্রাসী সংগঠনের অংশ হয়ে পড়েছি। ২০০৩ সালে সেনাবাহিনী থেকে ক্যাপ্টেন শাপিরা পদত্যাগ করেন। তখন ফিলিস্তিনিদের দ্বিতীয় প্রতিরোধ যুদ্ধ চলছিল।
ক্যাপ্টেন শাপিরা বলেন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের বিমান ও সেনাবাহিনী তখন যা করেছে তা যুদ্ধাপরাধ। লাখ লাখ ফিলিস্তিনিদের সঙ্গে এধরনের আচরণ দেখতে পেয়ে আমি পদত্যাগের আগে অন্যান্য বৈমানিকদের উদ্বুদ্ধ করতে সমর্থ হই যাতে তারা এধরনের যুদ্ধাপরাধে অংশ নিতে অস্বীকার করে।





