অভিবাসী প্রত্যাশীরা এখন বেলারুশ থেকে ইরাকে।
ইরাকের কয়েকশ নাগরিক বেলারুশ থেকে ইরাকি এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন। সেখানে কয়েক হাজার অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার আশায় পোল্যান্ড সীমান্তে ক্যাম্প করে রয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ।
পোল্যান্ড ও বেলারুশ সীমান্ত সংকটের শুরু থেকে এটি অভিবাসী প্রত্যাবাসনের প্রথম ফ্লাইট ছিল। তাদের অনেকে সংঘাতপূর্ণ ও দারিদ্র পীড়িত মধ্যপ্রাচ্যের দেশ থেকে পালিয়ে এসেছেন। স্বায়ত্বশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানান, বোয়িং ৭৪৭ ফ্লাইটে মোট ৪৩১ জনকে ফেরত আনা হয়। ইরাক সরকার জানায়, এ প্রত্যাবাসন সম্পূর্ণ স্বেচ্ছামূলক ছিল।
বাগদাদে রাতে ফ্লাইট অব্যাহত থাকলেও বিমানটি অধিকাংশ যাত্রীকে আর্বিলে নামানো হয়। পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে অভিবাসীদের প্রবেশ করতে দেয়া না দেয়া নিয়ে সৃষ্ট সংকটের কারণে তাদের কমপক্ষে ১১ দিন ওই সীমান্তে কেটে যায়। বাইডেন সুস্থ, প্রেসিডেন্টের ধারাবাহিক দায়িত্ব পালনে সক্ষম, চিকিৎসকের প্রতিবেদন ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ৭৯ বছরের প্রেসিডেন্ট বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বলছেন তিনি ‘প্রবলভাবে’ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত। হোয়াইট হাউস বলছে, তিনি শুধু সফলভাবে প্রেসিডেন্সির দায়িত্ব পালন নয়, যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী, এবং কমান্ডার ইন চিফ হিসাবে উপযুক্ত। বাইডেনের দীর্ঘসময়ের চিকিৎসক কেভিন ও’কনর বলেন, কথা বলার সময় ‘গলা পরিষ্কার’ ও অনবরত কাশি তীব্রতার কারণে মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। যতদিন আমি তাকে চিনি ততদিন তার এই জাতীয় লক্ষণগুলি দেখেছি, অবশ্যই গত কয়েক মাস ধরে এটি আরও ঘন ঘন এবং আরও স্পষ্ট বলে মনে হচ্ছে। সম্প্রতি বাইডেনের ক্লোনোস্কপির পর একটি পলিপ অপসারণ করা হয়েছে।





