#আন্তর্জাতিক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উ. কোরিয়া।

আবারো নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার সফল এ পরীক্ষার কথা জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

খবরে বলা হয়, গতকাল করা এ পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, সেটি শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছুটতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিকের চেয়ে বেশি সময় ধরে শত্রুর চোখকে ফাঁকি দিতে পারে বলেও দাবি করেছে সংশ্লিষ্টরা।

নতুন বছর বরণের প্রাক্কালে পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেন কিম জং উন। তারই ধারাবাহিকতায় বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে শুরু করে উত্তর কোরিয়া। গত সপ্তাহেও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এতে করে পার্শ্ববর্তী দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া বেশ উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবারের পরীক্ষা সম্পর্কিত বিবৃতি প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তারা সন্দেহজনক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানায়। বলা হয়, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে সমুদ্রে ছোড়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতার দাবি করে উত্তর কোরিয়া। এ ধরনের অস্ত্র সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম উচ্চতা দিয়ে ওড়ে। ঘণ্টায় এটি ৬ হাজার ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *