সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত।
সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার দেশটির বেলেডওয়েন শহরের জনাকীর্ণ হাসান দিফ রেস্তোরাঁর উন্মুক্ত অংশে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় রেস্তোরাঁয় সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিকেরাও ছিলেন।
পুলিশের মুখপাত্র দিনি রোবেল আহমেদ বলেছেন, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাহাদ ওসমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি অসংখ্য মানুষের মরদেহ পড়ে থাকতে দেখেছি। তবে গুরুতর আহত কয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেটি গুনতে পারিনি আমি।
গাছতলায় উন্মুক্ত স্থানে বসে খাবারের জন্য অপেক্ষা করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে।
তথ্যসূত্র : আল-জাজিরার।





