#আন্তর্জাতিক

সিরিয়ার কারাগারে সংঘর্ষে নিহত তিন শতাধিক।

সিরিয়ায় গত কয়েক দিনের সংঘর্ষে ৩৩০ জন নিহত হয়েছে। যে কারাগারটি নিয়ে সংঘর্ষ ঘটেছে সেটি নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনী। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩০০ জন মারা গেছেন। গতকাল রোববার সংগঠনটি জানায়, গত কয়েকদিন ধরে টানা লড়াইয়ে তারা আইএস সদস্যদের প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে কুর্দি বাহিনী। এতে আইএস’র সঙ্গে তাদের যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেয়া হয়। গত শনিবার পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলে।

গত শুক্রবার হামলার দায় স্বীকার করে আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানায়, কারাগার থেকে তারা নিজেদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে।

এর আগে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর থেকে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। গত বুধবার কারাগারটি নিয়ন্ত্রণে নেয় কুর্দিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *