#আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১২০।

গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়দা সম্পৃক্ত ‘নুসরা ফ্রন্ট’-এর আস্তানায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যমগুলি।

সিরিয়ার ইদলিব প্রদেশের শেখ ইফসুফ এলাকার নুসরা ফ্রন্টের একটি প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালায় রুশ যুদ্ধবিমান। সিরিয়ায় নিয়োজিত রুশ সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে সানা জানিয়েছে হামলায় পর্যবেক্ষণ কেন্দ্র, ড্রোন ও ক্ষেপনাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ইদলিবে রুশ বিমান হামলার সত্যতা স্বীকার করে বলেছে, বৃহস্পতিবার রুশ বাহিনী ১৪ বার হামলা চালিয়েছে এবং বিদ্রোহী অধ্যুষিত প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমি থেকে ভুমিতে নিক্ষেপণ যোগ্য ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।

সিরিয়ার ইদলিব এলাকাটি নুসরা ফ্রন্টের মতো আরো বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপের শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত। পক্ষান্তরে বার্তা সংস্থা মিডলইস্ট আই জানিয়েছে, রুশ বিমান হামলা নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ ক্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হামলা হয়েছে একটি পাথর কারখানার উপর ও। তখন সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন শ্রমিক। হাফসারজা এলাকার ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা চালানো হয়েছে চারটি বিমান থেকে। হামলার সময় উচু স্তরের ক্ষেপনাস্ত্র ছাড়াও ছিল ক্লাস্টার বম্ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *