#আন্তর্জাতিক

সিয়েরা লিওনে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১ ।

সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাংকারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর এ বিস্ফোরণ ঘটে।

ফ্রি টাউন শহরের ওয়েলিংটন অঞ্চলের চোইথ্রাম সুপারমার্কেটের কাছে একটি সড়কে রাত ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সেসাই এ ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত ট্যাংকারের আশপাশের রাস্তায় ছিন্নভিন্ন মরদেহ পড়ে আছে। ফ্রি টাউনের মেয়র ইয়েভননে হাকি সাভায়ের জানিয়েছেন, বিস্ফোরণের ‘মর্মান্তিক’ ফুটেজ দেখেছেন তিনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সাভায়ের আরও জানান, এ ঘটনায় শতাধিক মানুষ নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। তবে সরকারিভাবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। সিয়েরা লিওনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন একটি মর্গের ব্যবস্থাপক বার্তা সংস্থাকে বলেছেন, ঘটনার পর তাঁদের কাছে ৯১টি লাশ পৌঁছেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *