সাইকেল চালিয়ে হাসপাতালে সন্তানের প্রসব করলেন নিউ জিল্যান্ডের এমপি !
প্রসব বেদনার মধ্যে নিজে সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছে সন্তানের জন্ম দিয়েছেন নিউ জিল্যান্ডের পার্লামেন্ট সদস্য জুলি অ্যান জেন্টার।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার দিকে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। ঘণ্টাখানেক পর তার মেয়ের জন্ম হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ জিল্যান্ডের গণমাধ্যমগুলি ।
টুইটারে এমপি জুলি জানান, “বড় খবর। আজ ৩টা ৪ মিনিটের দিকে আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি। প্রসব বেদনার মধ্যে সাইকেল চালানোর পরিকল্পনা ছিল না আমার, কিন্তু হয়ে গেছে,” সন্তান পৃথিবীর মুখ দেখার কয়েক ঘণ্টা পর ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন গ্রিন পার্টির সদস্য জেন্টার।





