#আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বোরকা নিষিদ্ধ ও মাদরাসা বন্ধের ঘোষণা।

মানবাধিকার কর্মীরা মনে করছেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর চাপ সৃষ্টি করতেই দেশটির সরকার বোরকা নিষিদ্ধ ও ১শ মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছে।

২৭ বছর বয়সী গৃহবধূ আমেনা (ছদ্মনাম) ডয়েচে ভেলেকে জানায়, সরকারের এই সিদ্ধান্তে তিনি হতাশ। দিন দিন মুসলমানদের অবস্থা খারাপ হচ্ছে। সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

তিনি আরো জানায়, আমরা পরিবার নিয়ে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তার স্বামী অন্য দেশে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছেন। দেশের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই দেশ ত্যাগ করবেন।

শ্রীলংকার মন্ত্রিপরিষদের মুখপাত্র রামবুকভেলা সাংবাদিকদের স্থায়ীভাবে বোরকা নিষিদ্ধের কথা বলেছেন। অবশ্য তিনি এও বলেছেন, এটা একটা স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে তাড়াহুড়া করা যাবে না। মুসলিম সংগঠনের নেতাদের সাথে পরামর্শ করে এই আইন কার্যকর করা হবে।

বোরকা নিষিদ্ধ ও ১শ মাদরাসা বন্ধের ঘোষণার পর অনেক রাষ্ট্রই তীব্র নিন্দা জানিয়েছে।

তথ্যসূত্রঃ দি ইনডিপেনডেন্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *