#আন্তর্জাতিক

শরণার্থী নিয়ে আবারও মুখোমুখি তুরস্ক-গ্রিস।

পানিসীমায় তুরস্ক শরণার্থী বোঝাই নৌকা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গ্রিস। তবে এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

গত শুক্রবার এথেন্সের পানিসীমায় শরণার্থী বোঝাই নৌকা ঢোকানোর বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করা হয়ে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসন মন্ত্রী নোতিস মিতারাসি।

তুরস্কের কোস্টগার্ড ও নৌবাহিনী এই প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনাকে উস্কানি বলে অভিহিত করে গ্রিসের অভিবাসন মন্ত্রী বলেন, নিঃসন্দেহে বলা যায় এসব অভিবাসী তুরস্ক উপকূল থেকে রওনা দিয়েছে এবং তুরস্ক তাদের সমর্থন করছে।

এই অপ্রয়োজনীয় উস্কানি বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে গ্রিসের এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটাকলি এক টুইট বার্তায় এর প্রতিবাদ জানিয়েছেন।

গ্রিস ঘটনার ভিন্ন ব্যাখ্যা আর মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। কাটাকলি পাল্টা অভিযোগ করে বলেন, গ্রিস শুক্রবার সাতটি ঘটনার মাধ্যমে ২৩১ জন শরণার্থীকে ফেরত পাঠানোর চেষ্টা করলে তুরস্ক তাদের উদ্ধার করেছে।

নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এমনিতেই তুরস্ক ও গ্রিসের সম্পর্ক ভালো নয়।

তুরস্ক এবং গ্রিস দুটি দেশই ন্যাটোর সদস্য। কিন্তু পূর্ব ভূমধ্যসাগর এলাকা থেকে জ্বালানি আহরণের প্রতিযোগিতায় তারা হয়ে উঠেছে পরস্পরের প্রতিপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *