#আন্তর্জাতিক

লাইবেরিয়ায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু।

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির রাজধানী মনরোভিয়ায় এ দুর্ঘটনা ঘটে। আল জাজিরা জানিয়েছে, রাজধানী মনরোভিয়ার উত্তরাঞ্চলীয় একটি শহরতলী এলাকা নিউ ক্রু টাউনের একটি মাঠে পদদলিত হয় অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়, নিউ ক্রু টাউনের একটি ফুটবল মাঠে খ্রিস্টান ধর্মের একটি অনুষ্ঠানে প্রচুর মানুষ জড়ো হন। তাদের মধ্য রাতভর এ বিপর্যয়কর ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে পদদলিত হওয়ার মতো ঘটনাটি ঘটলো তা জানা যায়নি।

পুলিশের মুখপাত্র মোজেস কার্টার বলেছেন, এ দুর্ঘটনায় অন্তত ২৯ জনের প্রাণহাণি ঘটেছে। মৃতের এ সংখ্যা প্রাথমিকভাবে প্রাপ্ত। সংখ্যাটি আরো বাড়তে পারে। দেশটির উপ তথ্যমন্ত্রীও নিহতের একই সংখ্যা জানিয়েছেন। স্থানীয় হাসপাতাল থেকে রাষ্ট্রীয় রেডিওতে জালাওয়াহ টনপো নামে এক ব্যক্তি বলেছেন, চিকিৎসকরা জানিয়েছেন নিহত হয়েছেন ২৯ জন। এছাড়া বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। এটি দেশের জন্য দুঃখের একটি দিন বলে মন্তব্য করেন তিনি। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছেন। প্রেসিডেন্ট জর্জ ওয়েহের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *