#আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ক্যালিফোর্নিয়ায়

তীব্র তাপদাহে পুড়ছে ক্যালিফোর্নিয়া। রাজ্যের ২৯টি স্থানে সৃষ্টি হয়েছে অগ্নিঝড়ের। সোমবার রাতে ক্যালিফোর্নিয়া জুড়ে আগুনের লেলিহান শিখা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চতুর্দিকে। সপ্তাহ জুড়ে অঙ্গরাজ্যটিতে দাবানল ছড়িয়ে পড়লেও ওই রাতে এর বিস্তার ছিল ভয়াবহ। দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে এখনও।

রাজ্যের বন ও অগ্নিসুরক্ষা বিভাগের তথ্যমতে, ভয়াবহ অগ্নিঝড়ে ১২ হাজার একর জমি পুড়ে গেছে। খবর ইউএসএ টুডে ‘র

সোমবার বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। পার্কটিতে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দেশটির পশ্চিমাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং চলতি সপ্তাহে তা আরো বেড়ে যেতে পারে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় ডেথ ভ্যালির ফারনেস।

পূর্বের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল এই ডেথ ভ্যালিতে। ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *