#আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রাজা আব্দুল্লাহ বৃহস্পতিবার তাকে নিয়োগ করেছেন।

আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর স্ট্রেইট টাইমস ও মালয়েশিয়া কিনির।কয়েকদিনের আলোচনা এবং রাজনৈতিক অনিশ্চয়তার পর শাসকদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেন রাজা আব্দুল্লাহ।

রাজার সঙ্গে দীর্ঘ সাক্ষাতের পর ঐক্যমতের সরকার গড়তে রাজি হয় বারিসান ন্যাশনাল। এই দলের ওপরই অনেকটা নির্ভর করছিল সরকার কে গঠন করবেন সে বিষয়টি।

২০১৯ সালে রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ ৫৯ বছর বয়সে মালয়েশিয়ার সিংহাসনে আরোহণ করেন। ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনি দেশটির ১৬ তম রাজা।

এর আগে গত শনিবারের নির্বাচনের ফলে মালয়েশিয়ায় একটি নজিরবিহীন ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী পদের জন্য দুই প্রধান প্রতিদ্বন্দ্বী- বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন- কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সরল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *