ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে ইন্দোনেশিয়া।

কয়েকদিন ধরে উপকূলে ভাসতে থাকা রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে অবশেষে আশ্রয়ের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর আহ্বানে সাড়া পরই এই ঘোষণা আসে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্প্রতি সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় দ্বীপের বিরিউয়েন জেলার উপকূলে নারী ও শিশুসহ ১২০ জন রোহিঙ্গা আটকে পড়েন। নৌকাটি ক্ষতিগ্রস্ত হলে সাগরে ভাসতে থাকে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে অস্বীকার করে আসলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গত বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান আর্মড বিজয়া বিবৃতিতে বলেন, শরণার্থীরা নৌকায় যে জরুরি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা বিবেচনা করেই আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত বুধবার রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে ইন্দোনোশিয়ার উপকূলে শনাক্ত করেন দেশটির দুই জেলে। পরে প্রশাসনকে বিষয়টি অবগত করেন তারা।
উল্লেখ্য, দেশটির সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে ২০১৭ সালের আগস্টের দিকে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী।