#আন্তর্জাতিক

ভারতে মিগ-২১ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত।

ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় রাজস্থানের বারমারে এ দুর্ঘটনা ঘটে। বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, দুই আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত দুই পাইলটই মারা যান। তাঁদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

দুর্ঘটনার পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই বিমান সেনার মৃত্যুতে শোক জানিয়ে টুইটও করেছেন তিনি। এতে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী। সোভিয়েত আমলের এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান মিগ-২১। একসময় এই যুদ্ধবিমানই ছিল ভারতীয় বিমানবাহিনীর মূল শক্তি। এই যুদ্ধবিমানগুলোর নিরাপদ উড্ডয়নের ইতিহাস তেমন ভালো নয়। আগামী দশকেই এই বিমানগুলোকে অবসরে পাঠানো হতে পারে। আধুনিক বিভিন্ন যুদ্ধবিমান সেগুলোর জায়গায় যুক্ত হবে।

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *