#আন্তর্জাতিক

বাতাসে ছড়াতে সক্ষম করোনার নতুন ধরণ শনাক্ত !

কোভিডের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ভিয়েতনামে। এটি বাতাসের মাধ্যমে তুলামূলক অধিক দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটি বৃটিশ ও ভারতীয় ভ্যারিয়েন্টের একটি সংকর রূপ বলে ধারণা করছেন গবেষকরা। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়েছে, ভিয়েতনামজুড়ে ছড়িয়ে পরেছে কোভিডের নতুন সংক্রমণ। দেশটির বড় শহরগুলোতেও কোভিড সংক্রমণ বাড়ছে। দেশটি প্রথম দিকে কোভিড রুখতে পুরোপুরি সমর্থ হলেও এখন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে মোট ৬ হাজার ৭০০ জনের কোভিড শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪৭ জন।

এরইমধ্যে নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের খবর পাওয়া গেলো। শনিবার ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী গুয়েন থান লং বলেন, আমরা ভারতীয় ও বৃটিশ ভ্যারিয়েন্টের একটি হাইব্রিড ভ্যারিয়েন্ট শনাক্ত করেছি। এটির বৈশিষ্ট্য হচ্ছে, বাতাসে দ্রুত ছড়িয়ে পরতে পারে।

তবে তিনি জানাননি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কতজনকে শনাক্ত করা হয়েছে। এর আগে ৭টি আলাদা ভ্যারিয়েন্টের করোনা ধরা পরেছিল ভিয়েতনামে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *