বড় ধরনের চাপের মুখে ফরাসী মুসলমানরা।
ফ্রান্স ইমামদের প্রজাতন্ত্রের মূল্যবোধের সনদ নামে নতুন এক সনদে স্বাক্ষর করার যে সময়সীমা বেঁধে দিয়েছে সেটি নিয়ে কথা বলতে ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রতিনিধিদের এ সপ্তাহে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসার কথা। ফ্রান্সের বিশেষ করে উদার মানসিকতার ইমামরা এই সনদে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন।
দেশটির নয়টি পৃথক মুসলিম সংগঠনের জোট এই ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ বা সিএফসিএম ইমামদের নিয়োগ এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ন্যাশনাল কাউন্সিল অব ইমাম নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সম্মত হয়েছে।
২৭শে নভেম্বর, প্যারিসের উত্তর শহরতলীর একজন পাকিস্তানি ইমাম লুকমান হায়দারকে ১৮ মাসের কারাদন্ড দেয়া হয়েছে সন্ত্রাসী কর্মকান্ডে উস্কানি দিয়ে ভিডিও বার্তা পোস্ট করার জন্য। ইমাম লুকমান হায়দারের সাজা খাটা শেষ হলে তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে। ফ্রান্স ২৪ এই সনদের বয়ানে থাকতে হবে, ফরাসী মূল্যবোধকে মুসলিমরা স্বীকৃতি দেন, ইসলাম ধর্মকে রাজনৈতিক আন্দোলনের আদর্শ হিসাবে তারা প্রত্যাখান করেন এবং মুসলিম গোষ্ঠীগুলোতে বিদেশি হস্তক্ষেপও এই বয়ানে নিষিদ্ধ করতে হবে। বলা হচ্ছে, ইমামরা যে বয়ান দেবেন, তাও হয়তো গোয়েন্দা সংস্থার অনুমোদন ছাড়া পাস হবে না।





