পারমাণবিক চুল্লি আবারো সক্রিয় হচ্ছে উত্তর কোরিয়ায়।
উত্তর কোরিয়ার ইয়ংবিয়নে ওই পারমানবিক চুল্লিটি ৩ বছর ধরে বন্ধ ছিল। গত জুলাইতে তা পুনরায় সক্রিয় করা হয়েছে এবং এতে প্লুটোনিয়াম উৎপাদন করা যায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাইতে ওই পারমানবিক চুল্লি থেকে ঠান্ডা পানি ছাড়তে দেখা গেছে। ইয়ংবিয়নে ওই চুল্লিটি ২০০৭ সালে একটি নিরস্ত্রীকরণের চুক্তির আওতায় বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই চুক্তি ভঙ্গ করে তা বিদ্যুৎ সংকট মোকাবেলার কথা বলে ফের চালুর পর ২০১৮ সালে চুল্লিটি বন্ধ করা হয়। ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই থেকে চুল্লিটি সক্রিয় হওয়ার বিভিন্ন প্রমাণ মিলেছে। এজেন্সি বলছে ওই চুল্লিতে গভীরভাবে উদ্বেগজনক কার্যক্রম চলছে এবং তার কাছের গবেষণাগারটি চুল্লি থেকে প্লূটোনিয়ামকে অপসারণের কাজে ব্যবহার করা হচ্ছে।





