পানশির দখলে মরিয়া তালেবান।
এবার পানশির উপত্যকা দখলে অগ্রসর হচ্ছে তালেবান। তালেবান এরই মধ্যে পানশিরে বিদ্রোহী ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)- এর ঘাঁটি ঘিরে ফেলা এবং গোষ্ঠীটিকে অবরুদ্ধ করে ফেলার দাবি করেছে। তালেবান প্রতিরোধগোষ্ঠীর সদস্যরাও বলেছেন, তালেবান এখন কাবুলের উত্তরপশ্চিমের এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এক টুইটে জানান, তালেবান যোদ্ধারা পানশির প্রদেশের প্রবেশপথের কাছে জড়ো হচ্ছে।
এই অঞ্চলটি এখনও ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) এর নিয়ন্ত্রণাধীন। এই দলটি প্রতিষ্ঠা করেছেন ১৯৮০’র দশকে আফগানিস্তানে সোভিয়েত-বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ।
৮০’র দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমাদ শাহ মাসুদ। ১৯৯০ এর দশকে তিনি আফগান সরকারের সামরিক শাখার নেতৃত্বে ছিলেন। তালেবান ক্ষমতা দখলের পরও তাদের শাসনের বিরুদ্ধে প্রধান বিরোধী কমান্ডার ছিলেন আহমাদ শাহ মাসুদ। ২০০১ সালে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
এনআরএফ-এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলি নাজারি বিবিসি রেডিও ফোর’ এর টুডে প্রোগ্রামে বলেছেন, সম্প্রতি কয়েকদিনে পানশিরে গোটা দেশ থেকেই স্থানীয় প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে মানুষ যোগ দিয়েছে। স্থানীয়ভাবে তারা ইতোমধ্যে প্রশিক্ষণও নিয়েছে।
তালেবানের বিরুদ্ধে লড়তে এনআরএফ এর “হাজার হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে” বলে জানান তিনি। বিবিসি তার এই দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। তবে যে কোনও যুদ্ধ বা সংঘাতে যাওয়ার আগে এনআরএফ শান্তি স্থাপন এবং আলোচনাই পছন্দ করবে বলে জানান নাজারি।
আফগানিস্তানে বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার করাই এনআরএফ এর চূড়ান্ত লক্ষ্য। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগে দেশের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতে হবে বলেই এরআরএফ বিশ্বাস করে, জানান নাজারি।





