#আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের জয়ের ইঙ্গিত।

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সর্বশেষ প্রকাশিত জনমত জরিপে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত তৃণমূলেরই জয় হতে পারে। এবিপি আনন্দ ও সি-ভোটারের দ্বিতীয় দফার জরিপ শেষে গত শনিবার রাতে প্রকাশিত প্রতিবেদনে এ ইঙ্গিত দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরেশোরে। চলছে বিভিন্ন দলের মধ্যে জয়ের লক্ষ্য নিয়ে রাজনৈতিক ময়দান উত্তপ্ত করার লড়াই। গত শুক্রবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের ভোট হবে ৮ দফায়। শুরু হবে আগামী ২৭ মার্চ। শেষ ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা আগামী ২ মে।

সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২১১টি আসন, বিজেপি ৩টি ও বাম-কংগ্রেস জোট ৭৭টি।

ওই নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৪ দশমিক ৯ শতাংশ, বাম-কংগ্রেস জোট ৩২ শতাংশ ও বিজেপি ১০ দশমিক ২ শতাংশ ভোট।

পশ্চিমবঙ্গে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। এবিপি আনন্দ ও সি-ভোটারের জনমত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২৯৪ আসনের মধ্যে তৃণমূল জিততে পারে ১৪৮ থেকে ১৬৪টি আসন। বিজেপি জিততে পারে ৯২ থেকে ১০৮টি আসন। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে ৩১ থেকে ৩৯টি আসন।

২১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী পরিচালিত হয় এ জরিপ। এতে অংশ নেন ৩৮ হাজার ৯৩২ জন ভোটার। এর আগে জানুয়ারি মাসের জরিপের ফলাফলে বলা হয়েছিল, তৃণমূল জিততে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন। বিজেপি ৯৮ থেকে ১০৬টি। আর বাম-কংগ্রেস জোট ২৬ থেকে ৩৪টি।

অন্যদিকে, সিএনএক্স তাদের দ্বিতীয় দফার জরিপে বলেছে, তৃণমূল জিততে পারে ১৪৬ থেকে ১৫৬টি আসন। বিজেপি জিততে পারে ১১৩ থেকে ১২১ আসন আর বাম-কংগ্রেস জোট ২০ থেকে ২৮টি আসন।

জরিপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে পছন্দ করেছেন ৫৫ শতাংশ ভোটার।

বিজেপি নেতা দিলীপ ঘোষকে ২৫ শতাংশ, বিজেপি নেতা মুকুল রায়কে ৯ শতাংশ, সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে ৩ শতাংশ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে পছন্দ করেছেন ২ শতাংশ ভোটার। ২৩ শতাংশ ভোটার বলেছেন, এখন এ রাজ্যের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। দ্বিতীয় সমস্যা দুর্নীতি। ১৬ শতাংশ ভোটার দুর্নীতির কথা বলেছেন। আর দরিদ্রতার কথা বলেছে ১১ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *