#আন্তর্জাতিক

নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ। আগামী ২৫ জুন স্থানীয় সময় বেলা ১১টায় তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের বিষয়ে ওইদিন তার বক্তব্য রেকর্ড করা হবে।

যে টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে।

দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। এই মন্তব্য ঘিরে ভারত ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। নূপুরের মন্তব্য নিন্দিত হয়েছে আন্তর্জাতিক মহলে। ইরান, কাতারসহ একাধিক দেশ এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে। নূপুরকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তবে এখনো নূপুর-বিতর্কে মুখ খোলেননি ভারত সরকারের উর্ধতন কেউ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *