#আন্তর্জাতিক

নরওয়ে যাচ্ছেন তালিবানের প্রতিনিধি দল।

নরওয়েজিয়ান এবং তালিবান সরকার জানিয়েছে, ক্ষমতায় ফিরে আসার পর পশ্চিমে তাদের প্রথম সরকারি সফরে একটি তালিবান প্রতিনিধি দল এই সপ্তাহে অসলোতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে মানবাধিকার এবং মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করবে। তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নরওয়েতে তালিবান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। যদিও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড জোর দিয়ে বলেছেন, সফরটি ‘তালিবানের বৈধতা বা স্বীকৃতি’ নয়।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তালিবান প্রতিনিধিদের অসলোতে আমন্ত্রণ জানানো হয়েছে।

নরওয়েজিয়ান সংবাদপত্র ভিজি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সংবাদপত্রের প্রতিবেদনের বিষয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *