দক্ষিণ আফ্রিকায় সংসদ ভবনে আগুন।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত সংসদ ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা গেছে।
সংবাদ মাধ্যম বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার পর দ্রুতই অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে। সংসদ ভবনের বাইরে দক্ষিণ আফ্রিকার সরকারের গনপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া দে লিলি সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের ঘটনা জাতীয় সংসদের মূল ভবনে নয়, এটি পুরনো সংসদ ভবন।
স্থানীয় সংবাদ মাধ্যম নিউকজ টুয়েন্টিফোরকে তিনি বলেন, জাতীয় সংসদ ভবন হিসাবে ব্যবহার ভবনে আগুন লাগেনি। এরইমধ্যে বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি। এরআগে নগরের জরুরি বিভাগের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, জাতীয় সংসদের একটি ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, আগুন এখনও পুরো নিয়ন্ত্রণে আসেনি।
এতে ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে ৩৬ জন অগ্নি নির্বাপন কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। পরে যা আরো বাড়ানো হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। সেসঙ্গে হতাহতের ব্যাপারেও কোনো তথ্য মেলেনি।
শান্তিতে নোবেল বিজয়ী, বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আর্চবিশপ ডেসমন্ট টুটুর শেষকৃত্য হওয়ার কয়েক ঘন্টা পরই আগুন লাগার ঘটনাটি ঘটলো। তাকে সমাহিত করা হয়েছে জাতীয় সংসদের পাশেই।





