তালেবানের গজনি দখলের চেষ্টা।
আফগান বাহিনীর কাছ থেকে মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলার নিয়ন্ত্রণ নিতে হামলা শুরু করেছে তালেবান। গত মঙ্গলবার রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারি অস্ত্র-গোলাবারুদ নিয়ে অবস্থান নিলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের এবারের হামলাটি সবচেয়ে তীব্র। সরকারি বাহিনী হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর কাছে এদিন তালেবানদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে। এতে ওইসব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছে।





