চীনে আবারো করোনার নতুন সংক্রমণ।
নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে চীনে। সম্প্রতি চীনের একদল পর্যটকের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। আর এই সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে শতাধিক ফ্লাইট বাতিল করেছে চীন। এছাড়াও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের জন্য গণ পরীক্ষা কার্যক্রমের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। করোনা মোকাবেলায় চীন সরকার প্রথম থেকেই কড়াকড়ি আরোপ করে এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রনে দেশটি সীমান্ত বন্ধসহ কড়া লকডাউন জারি করেছিলো। এসকল কর্মকা-ের মাধ্যমে দেশটি করোনা নিয়ন্ত্রণে সফলও হয়েছে। তবে গত ৫ দিন ধরে চীনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।





